অনুজীব বিজ্ঞানের মজার প্রশ্ন ও উত্তর
"অণুজীববিজ্ঞানের মজার প্রশ্ন ও উত্তর" বইটির ভূমিকা থেকে নেয়াঃ
অণুজীবের এক বিশাল সমুদ্রে আমরা সকলে ডুবে আছি। আমাদের দৈনন্দিন জীবনের নানা গুরুত্বপূর্ণ ও মজাদার বিষয়ের সাথে, এমনকি আমাদের অস্তিত্বের সাথেও একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে অদৃশ্য এই অণুজীব। অথচ এদের সম্পর্কেই আমাদের জানাশােনা কিনা সবচেয়ে কম! বাংলা ভাষায় অন্য অনেক বিষয়ের মজার প্রশ্ন ও উত্তর সংবলিত বই থাকলেও অণুজীববিজ্ঞানের মজার প্রশ্ন ও উত্তর নিয়ে কোনাে বই নেই। আর তাই আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কযুক্ত অণুজীব বিষয়ক পঞ্চাশটি মজার প্রশ্ন ও তার উত্তর নিয়ে সাজানাে হয়েছে ‘অণুজীববিজ্ঞানের মজার প্রশ্ন ও উত্তর’ বইটি। বইটিতে প্রাঞ্জলতা বজায় রাখার উদ্দেশ্যে নির্ধারিত প্রশ্নগুলাের উত্তরে বিষয়বস্তুর গভীরে প্রবেশ না করে কেবল অণুজীব সংশ্লিষ্ট মৌলিক বিষয়টি স্পর্শ করে যাবার চেষ্টা করা হয়েছে। তবে আরও জানতে আগ্রহী পাঠকেরা তথ্যসূত্রে উল্লিখিত গ্রন্থ বা গবেষণাপত্রগুলাে নেড়েচেড়ে দেখতে পারেন। বইটি পড়ে আমাদের প্রাত্যহিক জীবনে অণুজীবের ভূমিকা সম্পর্কে নতুন কিছু জানতে পারলে এবং তাদের সম্পর্কে আরও জানতে উৎসাহী হলে তবেই আমার কষ্ট সার্থক হয়েছে বলে জানবাে।
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet